মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সারাদেশে অগ্নিসন্ত্রাস

১৬ ঘণ্টায় আগুনে পুড়ল ৬ যানবাহন, ৪ মৃত্যু


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৪ ১৩:৩৪

আপডেট:
৬ জানুয়ারী ২০২৪ ১৩:৪২

ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন সারাদেশে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৬ থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা (১টি বৌদ্ধ মন্দির, ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান) পুড়ে গেছে। এসব ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বেনাপোল এক্সপেস ট্রেনের আগুনে দগ্ধ হয়েছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, গত ১৬ ঘণ্টায় ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগে ৪ টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২টি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ও ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি কোচ), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ডভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি, শিক্ষা প্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

৫ জানুয়ারি অগ্নিসন্ত্রাস

এদিন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ১টি পিকআপে আগুন দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপেস ট্রেনে আগুন লাগে।

৬ জানুয়ারি অগ্নিসন্ত্রাস

এদিন রাত ১২টা ৫ মিনিটে হবিগঞ্জে চুনারুঘাটে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত ১টা ২৪ মিনিটে গাজীপুরের পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। রাত ২টা ৪৪ মিনিটে গাজীপুর টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন। একই সময়ে সিলেট দক্ষিণে সাত মাইল এলাকায় ১টি ট্রাকে আগুন লাগে।

এছাড়া রাত পৌনে ৩টায় ফেনী সদর লালপুরের লাতুমিয়া ব্রিজে দুটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। রাত ২টা ৫০ মিনিটে রামু, বৌদ্ধ মন্দিরে আগুন। রাত ৪টা ৩৩ মিনিটে গফরগাঁও, প্রাথমিক বিদ্যালয়ে আগুন। ভোর ৫টায় নিশ্চিন্তপাড়া, চট্টগ্রাম সিটি, প্রাথমিক বিদ্যালয়ে আগুন। ভোর ৫টা ৫০ মিনিটে মোস্তফা ফিলিং স্টেশনের সামনে, ফকিরহাট, সীতাকুন্ড, ১টি পিকআপে আগুন লাগে।

এছাড়াও সকাল ৬টা ৩৪ মিনিটে শেরপুর বাজিতখিলা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। এদিন সকাল ৮টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহের নান্দাইলে হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে।

আগুন লাগা অধিকাংশ স্থাপনাএগুলো আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top