বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নিরাপত্তা শঙ্কায় অর্ধশতাধিক ট্রেন চলাচল স্থগিত


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৪ ১৭:০৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩৬

শনিবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে চারজন মারা যান।। ছবি: সংগৃহীত

নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার ঝুঁকি থাকায় অর্ধশত ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে। পূর্বাঞ্চলের ৪২টি ট্রেন (লোকাল, মেইল ও কমিউটার) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত রাতে রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের মধ্যে বেনাপোল এক্সপ্রেস বন্ধ থাকবে ৬, ৭ ও ৮ জানুয়ারি। এছাড়া বাকি ট্রেনগুলো আজ ও আগামীকাল (ভোটের দিন) বন্ধ থাকবে।

এর আগে গতকাল (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ চারজন। দগ্ধ আরও আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনার পর গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের চলাচল স্থগিতের ঘোষণা দেন। আজ এই সংখ্যাটি বাড়িয়ে অর্ধশতাধিক ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top