বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রাতের আঁধারে কৃষককে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪ ১৬:৩২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:০৩

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সির কান্দি এলাকায় রাতের আঁধারে দাউদ খান (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে নিহত দাউদ খানের বাড়িতেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন স্থানীয় দু’টি পক্ষ।

পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত নুরুল ইসলাম মাদবরের ছেলে মোজাম্মেল মাদবরের (৪৫) পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল দাউদ খানের পরিবারের। যার ফলে স্থানীয়রা মোজাম্মেল মাদবরকে অভিযুক্ত হিসেবে আটক করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের হাতে তুলে দেয়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নাওডোবা ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, রাতের আঁধারে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি সকালে শুনেছি।

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পাশাপাশি স্থানীয়দের হাত থেকে মোজাম্মেল মাদবরকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি।

এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top