বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


নরসিংদীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৬ শিক্ষার্থী


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৫

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৫৪

সংগৃহীত ছবি

স্কুল থেকে প্রবেশ পত্র না দেয়ায় নরসিংদীতে ৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। ফলে কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষার্থীরা। নিরূপায় হয়ে স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি স্কুলে এ ঘটনা ঘটে।

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা জানায়, তারা ব্রক্ষন্দী গালর্স স্কুলে থেকে ৯ম শ্রেণির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে পার্শ্ববর্তী ব্রাক্ষন্দী ডিজিটাল গালর্স স্কুলে ভর্তি হয়। পরবর্তীতে ১৫ হাজার টাকার বিনিময়ে প্রত্যেক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আশ্বাস দেন ডিজিটাল হাই স্কুলের শিক্ষক আমিনুল ইসলাম। সেই মোতাবেক তারা রায়পুরা বালুয়াকান্দি পরীক্ষা সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য যেতে বলা হয়। কিন্তু স্কুলের পক্ষ থেকে তাদের প্রবেশ পত্র দেয়া হয়নি। তাই তাদের কেন্দ্র ঢুকতে দেয়া হয়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশের মোট ৩ হাজার ৭০০টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের আওতায় শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top