বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আ.লীগের দু’গ্রুপের সমাবেশের আগের রাতে কক‌টেল বি‌স্ফোরণ


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪ ১১:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:৪৩

ছবি- সংগৃহীত

টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে একই সময় সমাবেশ ডাকের আগের দিন রাতে টাঙ্গাইল পৌরসভাসহ শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে কক‌টেল বি‌স্ফোরণের ঘটনা ঘ‌টে‌ছে। এনিয়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ৪৫ মি‌নি‌টের দি‌কে টাঙ্গাইল পৌরসভার সাম‌নে, পৌর উদ্যান, ছয়আনী পুকুর পাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানা পাড়া এলাকায় বিকট শ‌ব্দ হ‌য়ে কক‌টেলগু‌লো বি‌স্ফোরিত হয়। এতে জনম‌নে আত‌ঙ্কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ ঘটনার পর পু‌লি‌শের মোটরসাইকেলের মোবাইল টিম শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে টহল দেয়। এছাড়া শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশি ক‌রেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকা‌লে টাঙ্গাইল শহ‌রে জেলা আওয়ামী লী‌গের দুই গ্রু‌পের পক্ষ থে‌কে পৃথক সমাবেশের ডাক দেওয়া হ‌য়। জেলা আওয়ামী লী‌গের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ সকালে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মনির‌কে গ্রেফতার ও বিচারের দাবিতে সমা‌বে‌শের ডাক দেয়।

অপর‌দি‌কে, একই সম‌য়ে একই স্থানে আওয়ামী লী‌গের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয়। এনিয়ে সমাবেশের দিন আগের রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় শহ‌রের বা‌সিন্দারা জানান, রা‌তে শহ‌রে বিকট শ‌ব্দে বি‌স্ফোরক বি‌স্ফোরিত হওয়ায় আতঙ্কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। মোটরসাইকেল‌যো‌গে দুষ্কৃ‌তিকারীরা শহ‌রের বি‌ভিন্ন স্থানে কক‌টেল ফা‌টি‌য়ে‌ আতঙ্ক সৃ‌ষ্টি ক‌রে‌ছে। আওয়ামী লী‌গের দুইগ্রু‌পের সমা‌বেশের কার‌ণে হয়ত এমন‌টি হ‌তে পা‌রে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হো‌সেন ব‌লেন, বুধবার রাতে টাঙ্গাইল পৌরসভার সাম‌নে থে‌কে কক‌টেল সাদৃশ্য বি‌‌স্ফোরক পাওয়া গে‌ছে। কে বা কারা এসব ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং তদন্ত করা হ‌চ্ছে। এছাড়াও পৌর শহ‌রে পু‌লি‌শি তৎপরতা বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top