চট্টগ্রামে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড
একই পরিবারের ৯ জন দগ্ধ
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২০ ১৬:৪২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২৬

চট্টগ্রাম নগরীতে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।
রোববার (০৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার চার তলা ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন।
তিনি জানান, মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় চার তলা একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: