বাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২০ ১৬:৫৬
আপডেট:
১২ নভেম্বর ২০২০ ০১:০৭

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা রাতের আঁধারে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল। তাদের সহযোগিতা করতে মোটরসাইকেলে আরেক বন্ধু ছিল। তিনিও দুর্ঘটনায় মারা গেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল- আরিচার মহাসড়কের দাশতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সদর উপজেলার কাকমারা এলাকার আবদুল মান্নানের মেয়ে মমতা (১৫)। দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) ও তার বন্ধু করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে বাপ্পি (২২)।
তিনি জানান, মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিলেন।
রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সম্পর্কিত বিষয়:
মোটরসাইকেল
আপনার মূল্যবান মতামত দিন: