দাবদাহেও প্রকৃতিকে রাঙাচ্ছে কৃষ্ণচূড়া
প্রকাশিত:
১৬ মে ২০২৪ ১৯:৫৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:১৭

প্রচণ্ড দাবদাহের দাপটে পুড়ছে প্রকৃতি। তবুও প্রকৃতিকে রাঙাতে গাছের শাখায় শাখায় ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। রক্তরাঙা কৃষ্ণচূড়া আর হলুদ কনকচূড়া ফুলে রঙিন রাজশাহী।
বাতাসের দোলায় দুলতে দুলতে গাছ থেকে অনবরত ঝরে পড়ছে ফুলগুলো। সবুজ ঘাসে মোড়ানো মাঠটিও যেন লাল-হলুদ সাজে সেজেছে নতুন করে।
গাছের নিচে দাঁড়ালে মনে হবে কোনো রক্তিম বর্ণের ঝলমলে আলোর উৎসব চলছে। মাথার ওপর ফুল আর পাতার যেন লাল-সবুজের সামিয়ানা। পায়ের নিচে ঝরা ফুলের বিছানা।
আপনার মূল্যবান মতামত দিন: