রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/


বাবা ইউপি চেয়ারম্যান-ভাই এমপি, তিনি হলেন উপজেলা চেয়ারম্যান


প্রকাশিত:
৩০ মে ২০২৪ ১৪:৩৯

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৮

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের মামুনুর রশিদ।

তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী ও মেয়েকে পরাজিত করেন মামুন।

মামুন দেবিদ্বার উপজেলা যুবলীগের সদস্য। তার বাবা নুরুল ইসলাম দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান। ভাই ওই আসনের সংসদ সদস্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বাবা নুরুল ইসলাম দেবিদ্বার উপজেলার বরকামতা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় ২০২১ সালে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার ছেলে আবুল কালাম আজাদ চেয়ারম্যান হন। ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় বরকামতার ইউপি চেয়ারম্যান হন নুরুল ইসলাম। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য হন আবুল কালাম আজাদ।

বুধবার তার ভাই মামুনুর রশিদ দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত চার বছরে নুরুল ইসলামের পরিবার থেকে প্রথমে ইউপি চেয়ারম্যান, তারপর সংসদ সদস্য এবং এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।

এ বিষয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, নির্যাতিত ও বঞ্চিত দেবিদ্বারবাসীর পক্ষে দাঁড়িয়েছে আমাদের পরিবার। দেবিদ্বারের মানুষের কল্যাণে কাজ করতেই পরিবারের সদস্যরা আত্মোৎসর্গ করেছে। বুধবার অনেক ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে দেবিদ্বারবাসী। আমাদের পরিবার তাদের কাছে কৃতজ্ঞ।

নির্বাচনে মামুনুর রশিদ আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯২ হাজার ৪৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top