বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রোহিঙ্গা ক্যাম্পের আগুনে পুড়েছে ২০০ ঘর


প্রকাশিত:
১ জুন ২০২৪ ১৬:১২

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৩:৩০

ছবি- সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০০ ঘর পুড়ে গেছে। এরপর দুপুরের দিকে এখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দেড় ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে আমির জাফর বলেন, শনিবার দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিকভাবে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে জানায়। এরপর উখিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। দুপুর ২টার পর রামু স্টেশনের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে দুই শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর এ পর্যন্ত পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করে৷ তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top