ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২০ ১৬:৫৮
আপডেট:
৩১ ডিসেম্বর ২০২০ ০১:১২

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চার মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জের পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৬টার দিকে মাইক্রোবাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। পথে হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মাইক্রোবাসটিকে বিপরীতমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সম্পর্কিত বিষয়:
সিলিন্ডার বিস্ফোরণ
আপনার মূল্যবান মতামত দিন: