মহেশখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৩ লবণ শ্রমিকের
প্রকাশিত:
৫ এপ্রিল ২০২০ ০২:০০
আপডেট:
৫ এপ্রিল ২০২০ ০৩:৫৮

কক্সবাজারের মহেশখালীতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে তিন লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল ৫টার দিলে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিক (১৭), মোস্তাফিজুর রহমান (২৫) ও মো. ফারুক (২৫)। তারা তিনজনই লবণ শ্রমিক হিসেবে কাজ করতেন। এ সময় ঝড়ে বিপুল পরিমাণ লবণ ও কাঁচা ঘরবাড়ি এবং সেমিপাকা বাড়ির চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির বলেন, কালবৈশাখী ঝড় শুরুরে আগে মাঠের লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। এ সময় ঝড়ে ও বৃষ্টির তোড়ে মাঠে উৎপাদিত লবণ ক্ষয়ে বেশ ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণও।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম বলেন, কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার তারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আর তিনজন শ্রমিক মারা গেছে। খোঁজখবর নিয়ে নিহতদের পরিবারে সরকারি সহায়তা পাঠানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: