খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় যুবক খুন
প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২১ ০১:৩৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৫১

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় মো. নয়ন (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আলি আহসানউল্লাহ হলের পাশে হরিণটানা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন নগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মালেক সরদারের ছেলে।
এলাকাবাসী জানান, নয়ন ও তার কয়েকজন সহযোগী একটি চায়ের দোকানে বসেছিলেন। একপর্যায়ে নয়নের সঙ্গে ৩-৪ জন যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। পূর্বশত্রুতার জের ধরেই এ বাকবিতণ্ডা হয় বলে জানা যায়। বাকবিতণ্ডার একপর্যায়ে নয়নের বুকে দুর্বৃত্তরা ছুরিঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে এলাকাবাসী নয়নকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণটানা থানার ওসি এনামুল হক জানান, নয়নকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। অভিযান চলছে।
সম্পর্কিত বিষয়:
খুলনা বিশ্ববিদ্যালয়
আপনার মূল্যবান মতামত দিন: