নারায়ণগঞ্জে মার্কেটের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৪
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটের ছাদ থেকে খুরশীদ আলম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ১০ নম্বর ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম খুরশীদ আলম। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপান করে তিনি আত্মহত্যা করেছেন। পারিবারিক অশান্তির জেরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: