বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে কান ধরিয়ে উঠ-বস


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪২

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০১:০৪

ছবি সংগৃহিত

বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে মারপিটের পর তাকে কান ধরিয়ে উঠ-বস করানো হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট্রের আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক দুইজন ডিসি, একজন ইউএনও সহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় এ হামলা চালানো হয়।

হামলার জন্য হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন।

হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদের উপ নির্বাচনে বগুড়া-৪ আসনে এবং ২০২৩ সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী ছিলেন। সেসময় ভোট কেন্দ্রে তাকে মারপিটের অভিযোগে এনে তিনি মামলাটি দায়ের করেন।

হিরো আলম বলেন, আগে মনে করে ছিলাম ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। হামলার সময় তারা বলেন, আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গাল-মন্দ করেছি। কিন্তু আমি হিরো আলম বলছি কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনও ফুটেজ দেখাতে পারেন তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াবো।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুল হুদা পপন বলেন, হিরো আলমের ওপর হামলার সাথে বিএনপি বা কোনও অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়িত নাই। তিনি আরো বলেন, হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করে। এর আগে তিনি বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মামলা করেছিল। আওয়ামী লীগের সময় জাতীয় সংসদ সহ বিভিন্ন নির্বাচনে অংশ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। এসব কারণে বগুড়ার সাধারণ জনগণ হিরো আলমের ওপর ক্ষুদ্ধ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top