রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জনগণের পছন্দসই স্থানে হবে জেলা মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৪ ১৩:৪৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:৫৩

ছবি সংগ্রহীত

বান্দরবানে জনগণের পছন্দসই স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মেঘলায় মডেল মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শককালে এ কথা বলেন তিনি।

দীর্ঘ দিন ধরে বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হলেও ঠিক কোন স্থানে এই মসজিদটি নির্মাণ করা হবে - তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল সংশ্লিষ্ট সবাই। এ কারণে আজ জেলা সদরের নিউগুলশান, মেঘলা ও সুয়ালক এলাকার সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

মেঘলা পর্যটন কেন্দ্রের পার্শ্ববর্তী সম্ভাব্য স্থান পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে আছেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সবার সঙ্গে আলোচনা হয়েছে। এখন তাদের সিদ্ধান্ত অনুযায়ী জনগণের পছন্দসই স্থানে জেলা মডেল মসজিদ নির্মাণ করা হবে।

বান্দরবানের স্থানীয়দের দাবি, জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রের সন্নিকটে মনোরম পরিবেশে মডেল মসজিদটি নির্মাণ করা হলে পর্যটকসহ স্থানীয় মুসল্লিরা উপকৃত হবেন।

মডেল মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শককালে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আওয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top