মতলব পৌরসভা নির্বাচন
আওলাদ হোসেন লিটন দ্বিতীয়বার মেয়র নির্বাচিত
প্রকাশিত:
২ মার্চ ২০২১ ০৩:৩১
আপডেট:
২ মার্চ ২০২১ ০৪:০৬

মতলব (দক্ষিণ) পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ তোফায়েল আহম্মেদ আওলাদ হোসেন লিটনকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেছেন।
এই নির্বাচনে মেয়র পদে আওলাদ হোসেন লিটন (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৬শত ৯৪ ভোট, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল (ধানের শীষ) পেয়েছেন ৯শত ৭৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সফিকুল ইসলাম (হাত পাখা) পেয়েছেন ৭শত ৫৭ ভোট ও জাতীয় পার্টি মনোনীত ডি এম আলাউদ্দিন (লাঙ্গল) পেয়েছেন ১শত ৯৭ ভোট ।
নির্বাচনে মোট ভোট প্রদান করেছেন ২২ হাজার ৬শত ৫২জন ভোটার। বৈধ ভোট পড়েছে ২২ হাজার ৬শত ২৭ এবং বাতিল হয়েছে ২৫টি ভোট।
সম্পর্কিত বিষয়:
আওয়ামী লীগ
আপনার মূল্যবান মতামত দিন: