রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ

পাহাড়ে সেনাশাসন নেই, সেনাবাহিনী রুটিন দ্বায়িত্ব পালন করছে


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪ ১৩:০২

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৩:২৪

ছবি সংগৃহিত

সারা দেশের মতো খাগড়াছড়িতেও বাংলাদেশ সেনাবাহিনী রুটিন দ্বায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি বলেন, সেনাবাহিনী শুধু এ অঞ্চলের সিভিল প্রশাসনকে নিরাপত্তা সহায়তা করছে। পাহাড়ে কোনো সেনাশাসন নেই।

সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, একটি মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, খুনখারাবি করছে। সাধারণ মানুষের নিরাপত্তায় এসব অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সেনাবাহিনী বদ্ধপরিকর। অপপ্রচারে পিছপা হওয়ার সুযোগ নেই।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জসিমউদদীন মজুমদারসহ জেলা শহরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top