নির্মাণকাজ শেষ না হতেই পলেস্তারা ধসে পড়েছে পায়রা সেতুর
প্রকাশিত:
১৮ মার্চ ২০২১ ২০:০৮
আপডেট:
১৮ মার্চ ২০২১ ২২:২৮

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নির্মাণাধীন অত্যাধুনিক এক্সটাডোজ ক্যাবল বক্স গার্ডার পায়রা সেতুর কাজ শেষ না হতেই নিচের অংশের পলেস্তারা ধসে পড়েছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পলেস্তারা ধসের ছবি ছড়িয়ে পড়ায় নির্মাণ ত্রুটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুরে হঠাৎ করে লেবুখালী ফেরিঘাটের দক্ষিণ প্রান্তের একটি পিলারসংলগ্ন নির্মাণাধীন পায়রা ব্রিজের পলেস্তারা ধসের ঘটনা ঘটে। অন্তত দুই ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের পলেস্তারা খসে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পথচারীদের অনেকেই যে যার মতো ছবি ও ভিডিও করে ফেসবুকে আপলোড দিলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পায়রা সেতু প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল হালিম এ বিষয়ে বলেন, একটি স্প্যানে এক্সটেনশন দেওয়ার সময় দুই ফিটের মতো জায়গায় নিচের অংশের পলেস্তারা ধসে পড়েছে। এটি বড় ধরনের কোনো সমস্যা নয়।
এমনটি হওয়ার কথা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনটি হওয়ার কথা নয়, তবে পরবর্তী সময় আমরা ঠিক করে নেব।
তিনি আরও বলেন, যারা টেকনিক্যাল বিষয় বোঝেন না, তারাই এটি নিয়ে গুঞ্জন রটাচ্ছেন। এ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রকল্প পরিচালক আরও বলেন, আমরা মূল ব্রিজের কাজে এগিয়ে আছি। ইতোমধ্যে পায়রা সেতুর নির্মাণ কাজ ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা ও করোনার কারণে আমরা পিছিয়ে ছিলাম। ইতোমধ্যে সেখান থেকে ৩০ শতাংশ কাজ অগ্রগতি হয়েছে।
২০২১ সালের মধ্যে ব্রিজের সার্বিক কাজ সম্পন্ন করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পর্কিত বিষয়:
পায়রা সেতু
আপনার মূল্যবান মতামত দিন: