বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


সর্দি-কাশি হওয়ায গৃহবধূকে শিশুকন্যাসহ বাড়িছাড়া করল প্রতিবেশীরা


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ০২:১২

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:১৩

ফাইল ছবি

সাতক্ষীরায় দুইদিন ধরে সর্দি-কাশি হওয়ায় এক গৃহবধূকে (৩০) সাত বছরের কন্যা সন্তানসহ প্রতিবেশীরা বাড়ি থেকে বের করে দিয়েছে। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে মঙ্গলবার দুপুরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা। তার কাছে টাকা না থাকায় তিনি হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তার স্বামী কক্সবাজারে চাকরি করেন বলে ওই গৃহবধূ জানিয়েছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার জানান, ওই গৃহবধূর দুই দিন আগে সর্দি ও কাশি শুরু হয়। করোনা সন্দেহে আজ তার প্রতিবেশীরা তাকে বাড়ি থেকে বের করে দেন।

ডা. মানস কুমার আরও জানান, দুপুরের দিকে ওই গৃহবধূ হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এরপর তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রোগীর সিমটম দেখে করোনা মনে হচ্ছে না। আবহাওয়া জনিত কারণে বা অন্য কারণে তার সর্দি-কাশি হতে পারে। বুধবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার নমুনা আইইডিসিআরে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

 


সম্পর্কিত বিষয়:

সাতক্ষীরা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top