শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ময়মনসিংহে অস্ত্রসহ জাসদ-আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:২০

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১২:৫৩

ছবি সংগৃহীত

ময়মনসিংহে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি শটগান জব্দ করা হয়। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে (৬০) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও রাতে নগরীর চরঈশ্বদিয়া এলাকা থেকে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামালকে (৫২) কোতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে নগরীর জেলখানা রোড এলাকা থেকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনকে (৫০) বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সজলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top