শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নরসিংদীতে ওরশ ঘিরে ১৪৪ ধারা জারি


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫ ১৭:২৮

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০০:০৭

ছবি সংগৃহিত

নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় ৭৫ বছর ধরে হওয়া মুক্তি পাগলীর মাজারের তিন দিনব্যাপী ওরশ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ওরশটিকে ঘিরে আয়োজক কমিটি ও ওলামায়ে কেরামের মধ্যে দুটি গ্রুপ তৈরি হওয়ায় আইনশৃঙ্খলার অবনতি, রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে নরসিংদীর জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়। ৫ জানুয়ারি রাত ৮টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাজার এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

জানা গেছে, চরআড়ালিয়া ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুক্তি পাগলীর ওরশটি প্রায় ৭৫ বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৫,৬ ও ৭ তারিখ তিন দিনব্যাপী ওরশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাজারে ওরশ হওয়াকে কেন্দ্র করে মাওলানা আনিসুর রহমান, মাওলানা ওমর মোল্লাদের নেতৃত্বে ওলামায়ে কেরামগণ এবার ওরশটি প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে তাদের ঘোষণাকে প্রতিহত করার ডাক দেন ওরশ আয়োজক কমিটির লোকজন। আর এতেই ওই এলাকায় দুটি গ্রুপের সৃষ্টি হয়েছে। ওরশকে ঘিরে দুটি গ্রুপের লোকদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ, খুনসহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির পাশাপাশি সরকারি ও জনসাধারণের মালামাল ক্ষতির আশঙ্কা থেকে বেআইনি কার্যকলাপ ও আইনশৃঙ্খলা জননিরাপত্তায় ফৌজধারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়।

১৪৪ ধারা জারির পাশাপাশি ওই এলাকার মানুষের জন্য বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। নির্দেশনায় বলা হয়েছে- ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় ওই এলাকায় ৪ জনের বেশি লোক চলাচল, মিটিং ও লাঠিসহ যে কোনো ধরনের মিছিল, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দেশীয় অস্ত্রসহ যে কোনো ধারালো ছুরি, টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top