শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আগুনে পুড়ে নিঃস্ব দরিদ্র পরিবার


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১৫:৩২

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০০:০০

ছবি সংগৃহিত

দরিদ্র পরিবারের সাজেদুর রহমান। অটোভ্যান চালিয়ে ছয় সদস্যের জীবিকা নির্বাহ করতেন। এরই মধ্যে আগুনের তাণ্ডবে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি। এখন সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব পরিবারটি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (মধ্যপাড়া) গ্রামে সরেজমিনে দেখা গেছে- আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও আসবাবপত্রের বীভৎস দৃশ্য। এসময় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানায়, বড় জামালপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত এচাহাক আলীর ছেলে সাজেদুল ইসলাম ফকির একটি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দরিদ্রতার সংগ্রামে স্ত্রী ও চার ছেলে-মেয়ে নিয়ে দুর্বিষহ জীবনযাপন সাজেদুলের। এমন টানাপোড়েনের একপর্যায়ে রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ তার বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এতে সাজেদুলের দু’টি ঘর ভস্মীভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সাজেদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরে কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। এতে দুইটি ঘরে রাখা ধান-চাল ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব এই চিন্তায় আছি।

সাদুল্লাপুরের ৪ নম্বর জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, খরব পেয়ে ওই রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা করা হবে।

মির্জ সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top