কাদের মির্জার অনুসারী শ্রমিকলীগ নেতা আটক
প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ১৭:২৪
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মির্জা কাদেরের অনুসারী এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক শ্রমিকলীগ নেতা জাকির হোসেন ওয়াসিম (৩৩)। তিনি একাধিক মামলার আসামি। ওয়াসিম উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ভুলু বেপারী বাড়ির নুরনবীর ছেলে এবং উপজেলা শ্রমিকলীগের সদস্য। তিনি মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।
সোমবার (০৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: