শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


১২ বছরের ব্যবধানে একই স্থানে একই ভাবে বাবা-ছেলের মৃত্যু


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৬:৫৩

ছবি সংগৃহীত

প্রায় ১২ বছর আগে ২০১৩ সালে নিজ ঘেরে বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান বাবা মৃত উজ্জ্বল সরকার। ঠিক একই স্থানে একইভাবে এক যুগ পর বিদ্যুতায়িত হয়ে মারা গেল ছেলে সুজল সরকার (২৫)। তিনিও বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

ঘটনাটি ঘটেছে রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিশপুর গ্রামে।

নিহত সুজল সরকারের বন্ধু অনিক রায় বলেন, রোববার দুপুর ১২টার দিকে সুজলের বাড়ির পাশে থাকা বৈদ্যুতিক পাম্পটি চালু করবে বলে তাকে আসতে বলে ৷ তার আসতে দেরি হওয়ায় সুজল নিজেই বৈদ্যুতিক সংযোগ দেওয়ার চেষ্টা করে। এ সময় সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বন্ধু অনিক দেখতে পান একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে সুজল পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পল্লীবিদ্যুৎ অফিসে জানালে বিদ্যুৎ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর সুজলকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভবদহের জলাবদ্ধতার কারণে মাছের একটি ঘের জলাবদ্ধ ছিল। সুজল সেখানে অন্যের সেচ পাম্পের মাধ্যমে পানি সেচে বোরো ধান আবাদ করেছিল। সম্প্রতি বাবার নামে থাকা বৈদ্যুতিক পাম্পের বৈদ্যুতিক সংযোগটি পল্লীবিদ্যুতে আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ফিরে পান সুজল সরকার।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রকিবুল ইসলাম বলেন, সুজল সরকারকে মৃত অবস্থাতেই দুপুর ১টা ১০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top