বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


যুবককে কুপিয়ে হত্যা, কান্না থামছে না অন্তঃসত্ত্বা স্ত্রীর


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪০

আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার বদনপুরে মাসুদ হাসান রঞ্জু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এর আগে, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বদনপুর গ্রামের একটি কৃষি ক্ষেত থেকে রঞ্জুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রঞ্জু বদনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি মাস্টার্স শেষ করে চাকরিপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী এক মাসের গর্ভবতী বলে জানিয়েছে পুলিশ।

নিহত রঞ্জুর বাবা আজিজুর রহমান বলেন, আমার ছেলে নিজেই কৃষিকাজ করতেন। আমার ছেলের সঙ্গে কারোর কোনো শক্রতা নেই। গতকাল রোববার ভুট্টা ক্ষেতে কাজ করছিল ছেলে। দুপুরে ছেলের জন্য খাবার নিয়ে মাঠে গিয়ে তাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। সন্ধ্যায় মাগরিবের পর বাড়ি না ফেরায় কয়েকজনকে সঙ্গে নিয়ে মাঠে খোঁজাখুঁজির সময় ছেলের কোপানো ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখি বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি আরও বলেন, ছেলের জন্য নিয়ে যাওয়া ভাত খাওয়াতে পারলাম না। জীবিত অবস্থায় শেষ দেখাটাও দেখতে পেলাম না। এতই অভাগা বাবা আমি। কখনো ভাবতেই পারিনি আমার ছেলেকে এভাবে কে বা কারা হত্যা করবে। আমি এবং আমার ছেলের কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে কেন এমন হলো। আমি এর উপযুক্ত বিচার চাই।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তার স্ত্রী এক মাসের গর্ভবতী বলে জেনেছি। পড়াশোনা সম্পন্ন করে চাকরি প্রত্যাশী ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top