বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:০৬

ছবি সংগৃহীত

বান্দরবানে রূম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন।

রূম্পা দাশ বান্দরবান সদর থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে বনরুপা পাড়া ২ নম্বর গলি পার্থ মিত্রদের ভাড়া বাসায় ৭ বছর ও ৭ মাস বয়সি সন্তান এবং স্বামী সৌরভ কুমারসহ বসবাস করে আসছিলেন রূম্পা দাশ। পরে আজ সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top