কুষ্টিয়ায় সাড়ে ৭৪ কোটি টাকার বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি
প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৪

কুষ্টিয়ায় বিভিন্ন সময় উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার সীমান্ত এলাকা থেকে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে দশটায় জেলার মিরপুরস্থ ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
এসব মাদকের মধ্যে ছিল বিদেশি মদ ৯ হাজার ৩৬৮ বোতল, ফেনসিডিল ১১ হাজার বোতল, গাঁজা ১২৭.৬৫০ কেজি, হেরোইন ৮.৬৫৭ কেজি, ইয়াবা ৭ হাজার ২৪৭ পিস, কোকেন ২২.৪৭৩ কেজি, ভায়াগ্রা ১ হাজার ৩৫০ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯৩০ পিস, পাতার বিড়ি ১ লাখ ২৪ হাজার ৫৭৭ প্যাকেট, ক্রিস্টাল মেথ আইস ৪ কেজি, এলএসডি ৫৬ বোতল, আফিম ০.৯৮০ কেজি, সাপের বিষ ৯ বোতল (২২৫ এমএল)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয় গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক আটক করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা বলে বিজিবি জানায়।
মাদক ধ্বংসকরণ উপলক্ষে ৪৭ বিজিবির হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন ৪৭ ব্যাটালিয়ন। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক কর্নেল মারুফুল আবেদীন, সভাপতির বক্তব্য দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান । এসময় বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: