জামালপুরে আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেপ্তার
প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৩
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:২২

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ডাকাত চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ডাকাত চাঁন মিয়ার পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযান পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চলিয়ে যমুনা নদীর দুর্গম এলাকা মন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, মধ্যরাতে যমুনার দুর্গমচর থেকে চাঁন মিয়া নামে একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। চাঁন মিয়ার নামে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: