গায়ে কেরোসিন ঢেলে নিলেন দম্পতি, আগুন জ্বালিয়ে দিলো ৫ বছরের ছেলে
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:২২

পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী কেরোসিন তেল ঢেলে নেন নিজেদের শরীরে। এরপরই ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে খেলার ছলে না বুঝেই গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিলে স্বামী-স্ত্রী দুজনই অগ্নিদগ্ধ হন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুর গ্রামে।
অগ্নিদগ্ধ দম্পতি হীরা দাস (৪০) ও তার স্ত্রী প্রভাতী দাস (৩৫) ওই গ্রামের বাসিন্দা। হীরা দাস পেশায় একজন পরিছন্নকর্মী।
হীরা দাসের প্রতিবেশীরা জানান, হীরা দাস এবং স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। খুটিনাটি বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি হতো। শনিবার বিকেলে হঠাৎ তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। হাতাহাতির এক পর্যায়ে বাড়ির সামনে রাস্তার ওপর হীরা দাস এবং তার স্ত্রী প্রভাতী ইচ্ছাকৃত নিজেদের গায়ে কেরোসিন তেল ঢালে। ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে নিশান না বুঝেই তার হাতে থাকা গ্যাসলাইট দিয়ে খেলার ছলে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তেই অগ্নিদগ্ধ হন ওই দম্পতি।
এরপর প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন বলেন, দগ্ধ দম্পতিকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের হাতসহ কিছু অংশ দগ্ধ হয়েছে। তারা দুজনেই আশঙ্কামুক্ত।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: