শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নেত্রকোনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ


প্রকাশিত:
৯ মার্চ ২০২৫ ১২:৩৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:৫৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মাগুরায় শিশু ধর্ষণসহ বিভিন্নস্থানে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে।

রোববার (৯ মার্চ) ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন— জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বারসিকের নেত্রকোণা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানসহ অন্যরা।

মোস্তাফিজুর রহমান বলেন, মাগুরায় ধর্ষকের হাত থেকে একটি শিশু রক্ষা পায়নি। একই সঙ্গে দেশের বিভিন্নস্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়াসহ ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top