বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-বিএনপির সংঘর্ষ, আহত ৩০


প্রকাশিত:
১২ মার্চ ২০২৫ ১৭:২৮

আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:০৫

ছবি সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে বালুর ব্যবসাকে কেন্দ্র করে যুবদল ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে রবি নামের এক যুবদল নেতার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১২ মার্চ) তারাবিহ নামাজের পর এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

স্থানীয়রা জানান, মেঘনার নলচরে নদীর বালু উত্তোলন করে তা বিক্রি করা নিয়ে চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক ও চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. রবির মাঝে পূর্বশত্রুতা চলছে। দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতে ঘোষণা দিয়ে নলচর এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে টেঁটাবিদ্ধ হন অন্তত ৩০ জন। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সি বলেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আমরা দলীয়ভাবে আগেই দুই পক্ষকে এসব না করতে সতর্ক করেছিলাম। তারা আমাদের কথা শোনেনি। এর জের ধরেই মঙ্গলবার রাতে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে গেল।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যাদের কারণে দলের ইমেজ নষ্ট হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা ঘটনাটি শুনেছি। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই।

মেঘনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top