নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা কারাগারে
প্রকাশিত:
২০ মার্চ ২০২৫ ১৫:৫৩
আপডেট:
২১ মার্চ ২০২৫ ০৪:১৪

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির দাদা হন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার শিশুটির মা তাকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। শিশুটিকে একা পেয়ে আনোয়ার হোসেন তার রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির বড় বোন বাসায় গিয়ে দেখেন ছোট বোন ও আনোয়ার বিবস্ত্র অবস্থায় আছে। এই অবস্থা দেখেই চিৎকার দিয়ে মূর্ছা যান তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘বাড়িতে এসে মেয়ের মুখে শোনার পর আনোয়ারকে বিষয়টি বললে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। তিনি দাদা হয়ে নাতনির সম্মান নষ্ট করছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয় এবং আজ (বৃহস্পতিবার) সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: