শনিবার, ২২শে মার্চ ২০২৫, ৮ই চৈত্র ১৪৩১


ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ


প্রকাশিত:
২২ মার্চ ২০২৫ ১০:৫৫

আপডেট:
২২ মার্চ ২০২৫ ১৮:০৯

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শাখা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার সভাপতি পশ্চিম সৈয়দ কুতুব সাব্বির, বগুড়া জেলা শাখার সভাপতি পূর্ব জুবায়ের আহমেদ নাহিদসহ বগুড়া জেলার নেতারা।

সমাবেশে শিবিরের নেতারা বলেন, আপনারা জানেন আমাদের এই বিক্ষোভ মিছিলের কারণ। আপনারা দেখেছেন মুসলমানদের চেতনার জায়গা বদর ওহুদ ও খন্দক যেগুলো আমরা পাড়ি দিয়ে এসেছি। ইসরাইলের বর্বর সৈন্যরা রোজাদার ফিলিস্তিনির ওপর হামলা করেছে। যারা আমাদের ভয় দেখায় তাদের বলে দিতে চাই আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর বিন মুসার উত্তরসূরি আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তাদের ধিক্কার জানাই যারা মুসলিমদের ওপর এমন বর্বর হামলা করেছে৷ সেই সঙ্গে ধিক্কার জানাই মুসলিম বিশ্বের সেই সব উন্নত দেশগুলো যারা মুসলমানদের ওপর এমন নির্যাতনেও কোনো ভ্রূক্ষেপ করছে না।

তারা আরও বলেন, বিশ্ব মানবাধিকার নিয়ে অনেকেই কথা বলে কিন্তু যখনই ফিলিস্তিনের ওপর হামলা হয়, তখন সবাই নিশ্চুপ। যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top