সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


কঠোর লকডাউনের প্রথম দিনে সিদ্ধিরগঞ্জে ৮০ গাড়ি আটক


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ২০:৪৬

আপডেট:
১৪ এপ্রিল ২০২১ ২২:০৯

ছবি: সংগৃহীত

কঠোর লকডাউনের প্রথম দিনে বুধবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৮০টি প্রাইভেটকার আটক করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।

রেজা মাসুম প্রধান জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টায় শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান করেন তিনি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচলও বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাইভেটকার। গুরুত্বপূর্ণ কোন প্রয়োজন ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। এসময় প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শাস্তি স্বরূপ গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোন জরিমানা করা হয়নি।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।

লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা নিতে যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।


সম্পর্কিত বিষয়:

আটক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top