মুন্সীগঞ্জে মসজিদের গাছে ঝুলন্ত লাশ
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ২১:০৭
আপডেট:
১৪ এপ্রিল ২০২১ ২২:০৯

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মসজিদসংলগ্ন একটি আকাশি গাছ থেকে হাফিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক কহলের জের ধরে হাফিজুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাফিজুল ইসলাম জামালপুর জেলার চর গবিন্দ গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুল ইসলাম একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি হাট বালিগাঁও গ্রামে শুকুর আলীর বাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।
স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় বুধবার ভোরে তিনি বালিগাঁও বাজার জামে মসজিদসংলগ্ন একটি আকাশি গাছের সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার এসআই সামাদ মল্লিক জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের পর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: