মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ২রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণ উদ্‌যাপন


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫ ১৫:৫০

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ২২:৪০

ছবি সংগৃহীত

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের লোকনাথ ট্যাংকেরপাড় ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি ফারুকী পার্কে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা জানায়, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা বাঙালির প্রাণের উৎসবে শামিল হয়েছেন। এতে অনেকটাই উচ্ছ্বসিত তারা।

গ্রহনকাকারীরা বলেন, এটি কোনো নিদিষ্ট ধর্মের উৎসব নয়। এটি বাঙালির প্রাণের উৎসব। আমরা প্রতিবছর বাঙালির সার্বজনীন এই উৎসবে অংশ গ্রহণ করে থাকি।

সজীব নামক একজন জানান, এটি আমাদের প্রাণের উৎসব। আজকে র‍্যালি এবং অনুষ্ঠানে এসে ষোল আনাই পরিপূর্ণ হয়েছে। মেলাতে হাজার বছরের সংস্কৃতি লাঠি খেলা দেখতে পেলাম। এটি বিলুপ্তির পথে। এই খেলাটি যেন বছর জুড়ে টিকে থাকে এ জন্যে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, এটি আমাদের বাঙালিদের মিলন মেলা। অত্যন্ত শৃংখলভাবে আমরা এই আয়োজন করতে পেরেছি। গত কয়েক বছরের তুলনায় এ বছর খুব আনন্দ ঘন পরিবেশে জমকালোভাবে বর্ষবরণ পালন করা হচ্ছে।

পরে ফারুকী পার্কের মঞ্চে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য লাঠি খেলা, মুরগির লড়াই, সাপের খেলা ও সংস্কৃতি অনুষ্ঠান। এসময় জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে সমবেত শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় এসো হে বৈশাখ সুরে-সুরে বর্ষবরণ সংঙ্গীত।

এদিকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে জেলা শহরের ফারুকী পার্কে বসেছে লৌকজ মেলা। মেলায় নাগরদৌলা, খাবার এবং মাটির তৈরি তৈজস পত্রের দোকান নিয়ে বসেছে দোকানিরা। এই শিশু কিশোরসহ সব বয়সী সাধারণ মানুষ আনন্দে মেতে উঠে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top