সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


রাতের খাবার খেয়ে অসুস্থ তিন বাড়ির ৮ সদস্য


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ১৬:৫৬

আপডেট:
২১ এপ্রিল ২০২১ ১৯:০৭

ফরিদপুর কোতোয়ালি থানা। ছবি : সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের পিঠাকুমড়াবাজার এলাকায় রাতের খাবার খেয়ে তিন বাড়ির আট সদস্য অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার শৈলন দাস, অজিত সরকার ও নবে শেখের রান্নাঘরে ঢুকে কে বা কারা হলুদের সঙ্গে কিছু একটা মেশায়। এরপর সেই হলুদ দিয়ে ওই তিন বাড়িতে রাতের খাবার রান্না করা হয়। আর এই খাবার খেয়ে তিন বাড়ির আটজন অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, সুযোগ বুঝে এসব বাড়ি থেকে চুরির মতলব করেছিল মাদকসেবীরা। এলাকায় মাদকসেবীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে ভূমিকা পালনের জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, এ ঘটনা সম্পর্কে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top