কুমিল্লায় নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২১ ২১:১৯
আপডেট:
২২ এপ্রিল ২০২১ ২১:৪০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশে পুকুরের কাদামাটির ভেতর থেকে এনামুল হক (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার জোড্ডা মিয়াজীবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হক ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক গত ১৯ এপ্রিল রাতে ঘর থেকে বের হয়ে তারাবির নামাজ পড়তে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী পুকুরে গেলে হঠাৎ দেখতে পায় কাদামাটির নিচে কিছু একটা রয়েছে। এ সময় তিনি আশপাশের লোকজন ডেকে আনেন। তারা এসে দেখতে পান একটি মরদেহ কাদামাটির নিচে রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের বসতঘরের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পুলিশ নিহতের তিন ছেলে সুমন, নুর আলম এবং শাহপরানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: