চট্টগ্রামে একদিনে ১১ জনের মৃত্যু
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২১ ১৬:২৭
আপডেট:
২৫ এপ্রিল ২০২১ ১৬:৩৪

বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এ ছাড়া করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯৮। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৮৭ জনে।
রোববার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৩০ নমুনা পরীক্ষায় ১৭১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৪১ জন এবং উপজেলার ৩০ জন।
গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩২ এবং মেডিকেল সেন্টার ল্যাবে দু’জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
সম্পর্কিত বিষয়:
করোনাভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: