ছুরিকাঘাতে হত্যার পর আগুনে পোড়াল তরুণীর লাশ
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২১:৪৬
আপডেট:
২৬ এপ্রিল ২০২১ ২২:১৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশের পরিচয় গোপন করার জন্য ঘাতক মৃতদেহ আগুনে পুড়িয়ে দিয়েছে বলে পুলিশ জানায়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে জনতাবাজার দাদনা খালপাড় থেকে ওই তরুণীর পোড়া বীভৎস লাশটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতাবাজার এলাকার দাদনা খালের পাড়ে সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারীর পোড়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
বিষয়টি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সংবাদ পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর খাল পাড়ে এনে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: