মাদক বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা রেজাউল গ্রেফতার
প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২১ ১৮:৫৪
আপডেট:
১ এপ্রিল ২০২৫ ২৩:৫৯

মাদক বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রেজাউলকে হিমারদীঘি কেরানিরটেক বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে।
কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারির হাতে পৌঁছে দিতেন তিনি। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন।
জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান, রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।
ছাত্রলীগ নেতা রেজাউল করিমের মাদক ব্যবসার নতুন কৌশল ও টঙ্গীর মাদক সম্রাজ্ঞী সঙ্গে এক লাখ পিস ইয়াবা সংক্রান্ত কথোপকথনের সংবাদ প্রকাশ হয় দৈনিক অনলাইন ভার্সনে। ওই সংবাদ প্রকাশের পর থেকেই ওই ছাত্রলীগ নেতার বিষয়ে অনুসন্ধানে নামে পুলিশ। তারই প্রেক্ষিতে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: