বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৫ ঘণ্টায় ২৩ জনকে কামড়াল এক কুকুর!


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২১ ২০:৪৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২১ ২০:৫৭

ফাইল ছবি

শেরপুর জেলা শহরে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫ ঘণ্টায় ২৩ জনকে কামড়িয়েছে এক পাগলা কুকুর।

ভুক্তভোগীরা জানিয়েছেন, সকাল থেকে লছমুনপুরের কুসুম হাটি থেকে শুরু করে শহরের পূর্ব ও পশ্চিম শেরী, কসবা মহল্লায় এই পাগলা কুকুর যাকে পায় তাকেই কামড়ে দেয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই কুকরটি কারও পায়ে, কারো হাতে,পেটে, পিঠে যাকে যেভাবে পেয়েছে কামড়িয়েছে। কারও কারও কামড়ানোর স্থানে মাংসও উঠে গেছে। কুকুরটিকে ধরতে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দ্রুতই চোখের পলকে স্থান পরিবর্তন করছে কুকুরটি।

সর্বশেষ জানা গেছে, কুকুরটিকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না।

শেরপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন জানিয়েছেন, এক কুকুরের কামড়ে এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন জানিয়েছেন, সম্প্রতি শহরে কুকুরের অত্যাচার বেড়ে গেছে। কিন্তু আইনি বাধার কারণে কুকুর নিধন করা যাচ্ছে না। ২৩ জনকে কামড়ানো ওই পাগলা কুকুরকে ধরতে ইতিমধ্যেই পৌরসভার কনজারভেনসি শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top