ইয়াবাসহ মা-ছেলে আটক
প্রকাশিত:
৮ মে ২০২১ ১৭:৪৭
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০০

কক্সবাজারের কলাতলী থেকে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বস্তা ভর্তি ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (০৮ মে) সকাল ৭টার দিকে মধ্যম কলাতলীর শামসুল ইসলামের বাড়ি থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মধ্যম কলাতলীর শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগরপথে ইয়াবা এনে পাচার করছিল। আজ ভোর রাতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রাসেলের ছোট ভাই সাইফুল ও মাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম বলেন, ‘ইয়াবাগুলো কলাতলীর নৌকার ঘাট থেকে প্রবেশ করে। প্রথমে ইয়াবাগুলো শামসুল ইসলামের বাড়িতে রাখা হয়। পরবর্তীতে পাচার করা হয়। সেরকম একটি চালানের খবর পেয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ এ দুইজনকে আটক করা হয়।’ এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, ‘ইয়াবার বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: