বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আহত মায়ের ওষুধ আনতে গিয়ে ছেলের মৃত্যু


প্রকাশিত:
১২ মে ২০২১ ১৯:২৭

আপডেট:
১২ মে ২০২১ ২০:০৯

 নিহত মিজান আকন। ছবি: সংগৃহীত

নিহত মিজান আকন। ছবি: সংগৃহীত

পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আমেনাকে মারধর করেন হারুন আকন। অসুস্থ মায়ের জন্য বাজার থেকে ওষুধ আনতে যান ছেলে মিজান আকন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেকেও মারধর করেন বাবা। হারুনকে সহায়তা করেন তার ভাই নুর আলম আকন, ইসমাইল আকনসহ অনেকেই। এ ঘটনায় মিজানের মৃত্যু হয়েছে।

চলতি মাসের ৫ তারিখ (বুধবার) মারধরের ঘটনাটি ঘটে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে। মারধরের ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন মিজান। কিন্তু দিন দিন তার অবস্থার অবনতি হয়। গতকাল মঙ্গলবার ( ১১ মে) সকালে গুরুতর অবস্থায় মিজানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তার সেখানে তার মৃত্যু হয়।

এসব তথ্য জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জানান, মিজানকে খুলনায় চিকিৎসা নিতে যাওয়ার পথে ঘটনার ব্যাপারে পুলিশকে জানানো হয়। মিজানের মৃত্যুর পর তার সুরতহাল করা হয়। রিপোর্টে তার মাথার পেছনে আঘাতের কথা বলা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ রয়েছে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top