শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ
প্রকাশিত:
১৬ মে ২০২১ ১৯:১৭
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লুৎফুন নাহার পুতুল (২৮)।
শনিবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরণদ্বীপের ফখিরাখালী এলাকায় নিহতের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে নিহতের বাবা-মায়ের অভিযোগ, শাশুড়ির অব্যাহত নির্যাতনে তাদের মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
নিহত লুৎফুন নাহার পুতুল ওই এলাকার ষাইড় মিয়া মেম্বারবাড়ির প্রবাসী আবদুল মালেকের স্ত্রী।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, রাত ১টার দিকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিহতের পরিবার এজাহার জমা দিলে আত্মহত্যার প্ররোচনায় মামলা রুজু হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: