ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর
প্রকাশিত:
১৮ মে ২০২১ ২৩:০৪
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৯

মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ধাক্কায় রিজিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) দুপুর ১টার দিকে উপজেলার যতারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজিয়া খাতুন বাবুপুরের সেন্টু মিয়ার স্ত্রী।
কোমরপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই ইকবাল হোসেন জানান, সেন্টু তার স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুরে যাওয়ার পথে যতারপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২২-১৭৫০) ধাক্কা দিলে ঘটনাস্থলে রিজিয়া খাতুন নিহত হয়। নিহতের স্বামী আহত সেন্টু মিয়াকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসেম জানান, ট্রাক জব্দের পাশাপাশি ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: