নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত:
২০ মে ২০২১ ১৮:৪৭
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:৪৩

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সামনে পুকুড় পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে রামিন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বৈরাটি গ্রামের আব্দুল হালিম (লাট) মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে সকাল ১১ টার দিকে কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের বৈরাটি গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে শিশুটি বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিলো। এসময় হঠাৎ পরিবারের লোকজনদের অজান্তেই পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ শিশুটিকে খোঁজাখুঁজির পর উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: