আম কুড়াতে গিয়ে ভাইবোনের মৃত্যু
প্রকাশিত:
২২ মে ২০২১ ১৭:৫৩
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:৪৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে দুই খালাতো ভাই ও বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মুক্তি খাতুন (৮) উপজেলার তালম ইউনিয়নের মোক্তার হোসেনের মেয়ে ও তার খালাতো ভাই কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের নুকুল হোসেনের ছেলে আশিকুর রহমান (৭)।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, সন্ধ্যায় ঝড় শুরু হলে দুই খালাতো ভাই ও বোন পুকুরপাড়ে আম কুড়াতে যায়। এসময় অসাবধানতাবশত তারা পা পিছলে পুকুড়ে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক, নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: