১১টি ডাকাতি মামলার আসামি আটক
প্রকাশিত:
২২ মে ২০২১ ১৮:০৩
আপডেট:
২২ মে ২০২১ ১৮:০৮

নোয়াখালীর চাটখিল উপজেলায় ১১টি ডাকাতি মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত মিজানুর রহমান (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তের বাগ গ্রামের চান মিয়া বেপারী বাড়ির আবুল কালামের ছেলে।
শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তের বাগ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ৬টি ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মোট ১১টি ডাকাতির মামলা রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিজানুর রহমান দত্তের বাগ গ্রামে অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন বলে জানান ওসি। একপর্যায়ে কয়েক মাস আগে সে পালিয়ে বিদেশ চলে যায়। এলাকায় আসলে তাকে আটক করে পুলিশ।
ওসি আনোয়ারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে পূর্বের ১১টি ডাকাতির মামলা রয়েছে। সে ৬টি ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। শনিবার (২২ মে) সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: